ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ
অনলাইন নিউজ ডেক্স

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায়ে আজ ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি । আর আওয়ামী লীগ আয়োজন করবে শান্তি সমাবেশের। পাশাপাশি যুবলীগ তাদের পুর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে বেশ কিছুদিন ধরেই রাজনীতির মাঠ দখলে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।আওয়ামী লীগ সংঘাত চায় না, তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী উল্লেখ করে দলের সিনিয়র নেতারা বলছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটা অঘটন সৃষ্টির আশায় বিএনপি গায়ে পড়ে এসব করছে।এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, আমরা তো চাচ্ছি যে শান্তিপূর্ণ ভাবে সকলের অংশগ্রহণে নির্বাচন। সুতরাং আমরা কোন কনসান্টেশনে যেতে চাচ্ছি না। আমরা বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম দেয়া আছে কারণ আগামী এপ্রিল থেকে তো রোজা শুরু হয়ে যাবে। আমাদের অনেক আগে থেকেই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই প্রোগ্রাম দেয়া আছে।বিএনপি গায়ে পড়ে যদি ঝগড়া করতে চায় উল্লেখ করে তিনি বলেন, তাহলে তো একটা অঘটন ঘটে যেতে পারে, সেই কারণে আমরা খুব হুশিয়ার। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা কোন সংঘর্ষ চাই না।বিএনপির বিভাগীয় গণসমাবেশের পাল্টা হিসেবে গত বছরের নভেম্বর থেকে আওয়ামী লীগও একই দিন কর্মসূচি পালন করে আসছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের দিন থেকে ক্ষমতাসীনরা রাজপথে অবস্থান নেয়া শুরু করে। তখন থেকেই পাল্টা কর্মসূচি শুরু হয়।আওয়ামী লীগ নেতারা জানান, কেন্দ্র থেকে জেলা কমিটিগুলোকে কর্মসূচির বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। অনেক জেলার ইউনিয়ন পর্যায়েও শান্তি সমাবেশ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনরা।এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এ্যাড কামরুল ইসলাম বলেন, বিএনপি সারাদেশ ব্যাপি যে পদযাত্রা করছে সেখানে জনগণের কোন সম্পৃক্ততা নেই। যাদের সাথে জনগণের সম্পর্ক নেই তাদের কোন আন্দোলনই সফল হবে না। তারা শুধু জানে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা,অগ্নি সন্ত্রাস করা। অপরদিকে আওয়ামী লীগের সাথে জনগণ আছে কারণ আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে।
