ইয়েমেনে ইসরায়েলের হামলার সময় সানা বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হওয়া ওই হামলার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান এবং জাতিসংঘের অন্যান্য কর্মীরা। তবে তারা নিরাপদে আছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের নিরাপদ অবস্থানের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস।
পোস্টে তিনি লিখেছেন, তিনি এবং কর্মীরা যখন বিমানে উঠতে যাচ্ছিলেন তখনই বিমানবন্দরে বোমা হামলা করা হয়েছিল।
তিনি আরও লিখেছেন, (ইসরায়েলের হামলায়) আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা পশ্চিম উপকূল এবং ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এরই জেরে সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হেজিয়াজ এবং রাস কানাতিব পাওয়ার স্টেশন এবং পশ্চিম উপকূলে আল-হুদাইদাহ, সালিফ এবং রাস কানাতিব বিমানবন্দরে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে জাতিসংঘের বন্দী কর্মকর্তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচওপ্রধান। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়নও করতে গিয়েছেন তিনি। এক্সে তিনি বলেন, বৃহস্পতিবার তাদের ওই কাজ শেষ হয়েছে। এরপর তারা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন। তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।				   
				   				 
			   
          
                   