ইসরাইলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
অনলাইন নিউজ ডেক্স
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা শহরের ফিশিং পোর্টের কাছে একটি আবাসিক ভবনে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালালে তিন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হন।একটি মিডিয়া ইউনিয়ন এবং একজন কর্মকর্তা জানিয়েছেন বলে খবর দিয়েছে আল জাজিরা ও আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সিন্ডিকেট ‘চলমান ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় তিন সাংবাদিকের শাহাদত’ ঘোষণা করেছে।গাজার হামাস-নিয়ন্ত্রিত সরকারের মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ তিন সাংবাদিকের পরিচয় জানিয়েছেন। তারা হলেন- সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সোবোহ এবং হিশাম নাওয়াজাহ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।