এক গুলিতে বিস্ফোরণ, পদদলিত হয়ে ইয়েমেনে ৮৫ জনের মৃত্যু


এক গুলিতে বিস্ফোরণ, পদদলিত হয়ে ইয়েমেনে ৮৫ জনের মৃত্যু
রমজান মাসে জাকাত দেওয়ার নিয়ম রয়েছে ইসলামে। আর এই জাকাত পান সমাজের অসহায় মানুষগুলো। আর এই জাকাত দেন সমাজের বিত্তশালীরা।তবে এই জাকাত নিতে গিয়ে দেশে দেশে প্রায় সময় ঘটে দুর্ঘটনা। অসহায় মানুষগুলো নির্মমভাবে প্রাণ হারায়। এবার এমনি এক ঘটনা ঘটেছে ইয়েমেনে।জানা যায়, অসহায় মানুষেরা আর্থিক অনুদান নিতে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত হওয়ার কবর পাওয়া গেছে। একই ঘটনায় আরও অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ইয়েমেনের রাজধানী সানার বাব আল-ইয়েমেন জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপিরজানা যায়, সেখানে অর্থ বিতরণ কার্যক্রম চলাকালে ভিড় নিয়ন্ত্রণে বাতাসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হুথি বাহিনী। আর এ সময় একটি বুলেট বৈদ্যুতিক তারে আঘাত হানলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ত্রাণ সহায়তা নিতে আসা মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এরপরই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।সেখানকার হাউছি কর্মকর্তা ও মিডিয়া এ তথ্য জানিয়েছে যে গতকাল ইয়েমেনে জাকাতের অর্থ সংগ্রহ করার সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ জন নিহত এবং আরো অনেক লোক আহত হয়েছে।হাউছি-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সানার একটি স্কুলে দুই ব্যবসায়ীর দান করা অর্থ সংগ্রহ করতে শত শত লোক জড়ো হলে এ ঘটনা ঘটে।সে দেশের প্রত্যক্ষদর্শী আবদেল রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন এপিকে জানান, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য সশস্ত্র হাউছিরা ফাঁকা গুলি করে। আর এই গুলিই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়।ওই গুলি একটি বিদ্যুতের তারে আঘাত হানলে বিস্ফোরিত হয়। এতে অপেক্ষমান লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনুষ্ঠানে জড়ো হওয়া প্রত্যেককে ৯ মার্কিন ডলার করে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অনেককে মাটিতে শুয়ে রাখা আছে। কোনো কোনোটি নিথর, কোনো কোনোটি চিৎকার করছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দানের এই অনুষ্ঠান আয়োজনকারী দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তদন্তও চলছে।সানা ২০১৪ সাল থেকে হাউছিদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই সময় তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে অপসারণ করে। এর এক বছর পর সৌদি-নেতৃত্বাধীন সরকার হস্তক্ষেপ করে।এরপর শুরু গৃহযুদ্ধে অন্তত দেড় লাখ যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সঙ্ঘাতের ফলে দেশটি ভয়াবহ মানবিক সঙ্কটে পড়েছে। সূত্র : আল জাজিরা ও বিবিসি