এরদোগানোর সঙ্গে আজারি প্রেসিডেন্টের বৈঠক


এরদোগানোর সঙ্গে আজারি প্রেসিডেন্টের বৈঠক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। শনিবার ইস্তানবুলে এই দুই নেতার মধ্যে বৈঠক হয়। খবর আনাদোলু এজেন্সির।তুরস্কের যোগাযোগ দপ্তর জানিয়েছে, এরদোগান-আলিয়েভের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠকের বিস্তারিত জানা সম্ভব হয়নি।৬ ফেব্রুয়ারি তুরস্কে প্রলঙ্কারী ভূমিকম্পে প্রায় ৫০ হাজারের মানুষের প্রাণহানির পর তুরস্কে সফরে যান আলিয়েভ। ভূকম্পনের পর তুরস্কে প্রথম উদ্ধারকর্মী পাছিয়েছিল আজারবাইজান। দেশটির সঙ্গে তুরস্কের সুসম্পর্ক রয়েছে।