এসআইবিএলের রেমিট্যান্স গ্রাহকসেবা মাস উদ্বোধন
অনলাইন নিউজ ডেক্স
‘হুন্ডিতে নয়, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করি, সবাই মিলে সুন্দর-সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগান সামনে রেখে এবং ৬ মার্চ আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে শুরু হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘রেমিট্যান্স গ্রাহক সেবা মাস’।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সেবা মাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।