এ মাসেই আসছে আয়ারল্যান্ড
অনলাইন নিউজ ডেক্স
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।সিরিজের সূচি রোববার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী মিরপুরে ওয়ানডে সিরিজ এবং সিলেটে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।ওয়ানডে সিরিজ ২০২২-২৫ মৌসুমে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।মিরপুরে ওয়ানডে ম্যাচগুলো হবে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে- ৫,৭ ও ৯ ডিসেম্বর।ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে আইরিশ নারী দল।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।