কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে পুলিশের মাইকিং
অনলাইন নিউজ ডেক্স

কক্সবাজারের উখিয়ায় কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের সব ধরনের খেলাধুলা বন্ধে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার দুপুর থেকে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকাসহ উখিয়ার বিভিন্ন এলাকায় উখিয়া থানার পক্ষ থেকে এ মাইকিং করা হয়।ওসি বলেন, রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে এসে প্রতিদিন স্থানীয়দের সঙ্গে খেলাধুলায় অংশ নিচ্ছেন। অথচ স্থানীয়রা এলাকাভিত্তিক ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ যেসব খেলার আয়োজন করেন সেসব খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়রা অংশ নেন। রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে খেলতে এলে কারণে-অকারণে ঝগড়া-বিবাদ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে মাইকিং করা হয়েছে।বালুখালীর বাসিন্দা রিয়াজ উদ্দিন জানান, স্থানীয় টিমের সঙ্গে খেলতে রোহিঙ্গা খেলোয়াড়দের ভাড়া করে নিয়ে আসা হয়। খেলা দেখতেও পার্শ্ববর্তী ক্যাম্প থেকে শত শত রোহিঙ্গা চলে আসেন। মাঠে আসা দর্শকদের মধ্যে স্থানীয়দের চেয়ে রোহিঙ্গা দর্শক বেশি হয়ে যায়। এসব কারণে অতীতে অনেকবার রোহিঙ্গারা স্থানীয়দের সঙ্গে মারামারিতেও জড়িয়েছেন, এমন উদাহরণ অনেক। এখন খেলা চলছে বালুখালীতে। সেখানেও রোহিঙ্গা অনেক খেলোয়াড় আসার কথা প্রচার করা হচ্ছে।উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে এসে খেলাধুলায় অংশ নেওয়া মারাত্মক ঝুঁকি। খেলাধুলায় অনেক সময় ভুল বোঝাবুঝিতে সংঘর্ষের সৃষ্টি হয়। রোহিঙ্গাদের উপস্থিতিতে খেলা চলতে থাকলে যেকোনো সময় স্থানীয়দের সঙ্গে সংঘাত হতে পারে। কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে যে ঘোষণা এসেছে সেজন্য উখিয়া থানা পুলিশ ধন্যবাদ পাওয়ার যোগ্য।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উখিয়ার বালুখালী পানবাজারের দক্ষিণে ফ্রেন্ডশিপ হাসপাতাল এলাকায় ফজল কাদের চৌধুরী ভুট্টো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে। সেখানে স্থানীয়দের পাশাপাশি বিপুল পরিমাণ রোহিঙ্গার উপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রোহিঙ্গারা খেলা দেখার সময় উচ্ছৃঙ্খল আচরণ করায় তাদের বাইরে আসা বন্ধে ব্যবস্থা নিতে দাবি তোলেন স্থানীয়রা। এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খেলায় রোহিঙ্গাদের আসা বন্ধে মাইকিং করেছে উখিয়া থানা।বাংলাদেশ জার্নাল/এমএ
