কুষ্টিয়ার বড় আইলচারা গ্রামের নারী মাদক কারবারি ভেজাল মদসহ গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া সদর মডেল থানাধীন বড় আইলচারা গ্রামস্থ মোঃ মুকুল আহম্মেদ (৩৭) এর নিজ দখলীয় বাড়ি থেকে কেরু এন্ড কং এর নকল স্টিকার লাগানো ৭(সাত) বোতল ভেজাল মদ,(প্রতি বোতল ৩৭৫ মিলি),১ বোতল কেমিক্যাল(১০০০ মিলি) ও বিভিন্ন ব্র্যান্ডের ৩৩৯টি খালি বোতল ও ৬৪ টি কর্ক উদ্ধার করা হয় এবং মোঃ মুকুল আহম্মেদ এর স্ত্রী মোছাঃ জাকিয়া খাতুন (৩৭) কে ঘটনা স্থল হতে আটক করা হয়।১ নং আসামী মোঃ মুকুল আহম্মেদ (পলাতক) ও ২ নং আসামী মোছাঃ জাকিয়া খাতুন এর নামে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।