কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
অনলাইন নিউজ ডেক্স

ভুয়া ঋণ নথি তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২ কোটি ২ লাখ ৪৭ হাজার টাকার ঋণ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বুধবার রাতে মামলাটি করেন।মামলায় আসামি করা হয়েছে কৃষি ব্যাংকের রাজবাড়ী জেলা শাখার সাবেক পরিদর্শক রেজাউল হক, মুর্তজা আলী ও গোলাম গাউস এবং সাবেক ব্যবস্থাপক মইনুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, সিদ্দিকুর রহমান ও দেলোয়ার হোসেনকে। তাঁদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এজাহারে বলা হয়, বিধিবিধান ও জেনারেল ব্যাংকিং ম্যানুয়াল লঙ্ঘন করে কৃষি ব্যাংকের রাজবাড়ী শাখায় ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে ৩৪৬টি ঋণ নথি বানানো হয়। এর বিপরীতে ২ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা ঋণ দেওয়ার সুপারিশ করে ঋণ নথি ব্যবস্থাপকের মাধ্যমে মঞ্জুর করে বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে তোলা হয়।দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বলেন, ভুয়া ঋণ নথি তৈরি করে আসামিরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
