কেন্দুয়ায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
নেত্রকোনার কেন্দুয়ায় ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদের চার তলা বিশিষ্ট সম্প্রসারিত ভবন। এতে করে বদলে যাবে উপজেলা পরিষদের চিত্র নতুন ভবন হওয়াতে দৃশ্যমান হবে সরকারের আরো একটি উন্নয়ন।১৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবী জালাল উপজেলা পরিষদের চার তলা বিশিষ্ট সম্প্রসারিত ভবনের পাইলিং কাজ উদ্বোধন করেন।এসময় ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর শিক্ষা ফরিদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দুয়া উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী মোজাম্মেল হোসেন স্থানীয় ঠিকাদার রিয়াজ উদ্দিন প্রমুখ।