কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং


কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়েছে।সোমবার (২০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, মানবজমিন প্রতিনিধি মো.মজিবুর রহমান,সাংবাদিক আয়নাল হক প্রমূখ।প্রেস ব্রিফিংয়ে সভাপতির কক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, আগামী ২২ মার্চ কেন্দুয়া উপজেলাকে ক-শ্রেনির ভুমিহীনমুক্ত ঘোষনা করা হবে। ইতিমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩২৩টি ঘরের মধ্যে তিনধাপে ২০৩ টি লাল সবুজের ঘরে পুর্নবাসন সম্পন্ন করা হয়েছে। আগামী ২২মার্চ ১২০টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।এসময় কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন, ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, দৈনিক সংবাদ প্রতিনিধি হুমায়ুন কবীর, সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েল, রোকন উদ্দিন,গণকন্ঠ প্রতিনিধি সৈয়দ মোখলেস উজ জামান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।