কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ
আজ ১৭ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে থাকে সরকার।
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি যথাযথ ভাবে পালনের লক্ষ্যে প্রথমে সকাল ৯.০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়।পরে এক আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন গলি প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আনন্দে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এর সভাপতিত্বে কেন্দুয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভুঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রাজিব হোসেন,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা , উপজেলা শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সানা,যুব ও ক্রীড়া সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন সমুহের নেতা কর্মী বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ।
জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বিভিন্ন মসজিদ, মন্দির,প্যাগোডা এবং গীর্জায় প্রার্থনার আয়োজন করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।