খুলনায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেক্স

নাশকতা মামলায় খুলনায় বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির পদযাত্রাকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ দলটির। তবে পুলিশ বলেছে, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় পদযাত্রা করা হবে। এই পদযাত্রাকে সামনে রেখে গত বুধ ও বৃহস্পতিবার রাতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে। এ সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাজেদুল হক মাজেদ, ৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. আবদুল ওহাব ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, ১২নং ওয়ার্ড বিএনপি নেতা মশিউর রহমান খোকন, ১০নং ওয়ার্ড যুবদল নেতা নূর ইসলাম, ছাত্রদল নেতা মফিজুর রহমান মফিজ, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি রাকিব হাসান, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না, ১৮নং ওয়ার্ড যুবদলের শাওন শরীফ। এছাড়া ৮ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিএনপির।জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী জানান, বৃহস্পতিবার রাতে জেলার দুটি থানা এলাকা থেকে বিএনপির দুজন কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া দিঘলিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে নতুন করে নাশকতার অভিযোগে মামলা করেছে পুলিশ।তিনি আরও বলেন, মামলা দিয়ে এবং গ্রেপ্তার করে বিএনপির কর্মসূচি ঠেকানো যাবে না। শনিবার বেলা ৩টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করবে জেলা বিএনপি। পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।তবে নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
