খোকসায়় প্রশাসনের আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪৩০ উদযাপিত


খোকসায়় প্রশাসনের আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪৩০ উদযাপিত
কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তিযুদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর সকাল সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে সমাপ্তি হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাঙালি সংস্কৃতির গরুর গাড়ি, তীর-ধনুক ও ঢাকঢোল বাজিয়ে আনন্দ করে।মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খোকস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খোকসা থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, খোকসা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা, জাতীয় দৈনিক একুশে নিউজ ও দৈনিক কুষ্টিয়ার সংবাদ খোকসা স্টাফ রিপোর্টার নিখিল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।