গজারিয়া কার্গো জাহাজের থেকে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু।
অনলাইন নিউজ ডেক্স

মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন তেতৈতলা এলাকায় মাঝে নদীতে নোঙ্গর করে রাখা একটি কার্গো জাহাজের পাঠাতন থেকে পা পিছলে নিচে পড়ে একটি শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত শ্রমিকের নাম আকাশ সিকদার (২০)। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গোবিন্দ পাড়া গ্রামের রঞ্জিত শিকদারের ছেলে বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মালামাল এনে গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার আনোয়ার সিমেন্ট ইন্ডাস্ট্রিতে তা খালাস করে মেঘনা নদীতে নোঙ্গর করা ছিল এম.ভি. নুসরাত বিনতে আলম নামক একটি কার্গো জাহাজ। আজ সকাল পৌনে দশটার দিকে জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত আকাশ সিকদার অসাবধানতাবশত পা পিছলে পাটাতন থেকে নিচে পড়ে যান। এ সময় তিনি তার মাথা এবং ঘাড়ে প্রচণ্ডভাবে আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ায় হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।আনোয়ার সিমেন্ট কোম্পানির সিনিয়র ব্যবস্থাপক (এডমিন) শামসুল হক বলেন, নিহত শ্রমিক আমাদের প্রতিষ্ঠান কেউ নন। আমরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পণ্য আমদানি করে থাকি। তারা আমাদের প্রতিষ্ঠানে আমাদের চাহিদাকৃত পণ্য ডেলিভারি করে ফিরতি যাত্রার জন্য তাদের নৌযানটি মেঘনা নদীতে নোঙ্গর করে রেখেছিল সেখানেই দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ ঘটানস্থল পরিদর্শন করে এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
