গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি
অনলাইন নিউজ ডেক্স
যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা জোট গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছে দলটি।বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু উপস্থিত রয়েছেন।আর গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর প্রমুখ।