চরফ্যাসনে মসজিদের ইমাম হত‍্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার


চরফ্যাসনে মসজিদের ইমাম হত‍্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চরফ‍্যাসনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার ঢাকার যাত্রাবাড়ী থানার ১ নং গদি থেকে র‍্যাবের সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তাররা হলেন- আবু তাহের মাঝি ও তার স্ত্রী কুলসুম বেগম।শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।২০২২ সালের ১৪ অক্টোবর আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা মাওলানা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়মকে কুপিয়ে গুরুতর জখম করে। ওই দিন বিকালে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।