চাঁপাইনবাবগঞ্জে খাইরুল আলম জেম হত্যা মামলায় আবারো ১৪ জন আটক
              
                  
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে যুবলীগ নেতা ও সাবেক শিবগঞ্জ পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যায় জড়িত আরও ০৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ আলোচিত হত্যা মামলায় ১৪ জন আসামি কে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ। 
গ্রেফতারকৃত আসামীরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর কাজীপাড়া গ্রামের মৃত এঁচান ওরফে এচানের ছেলে মিলন হরফে বেলাল ইসলাম (৩৫), একই এলাকার মৃত আব্দুল লতিফ\'র ছেলে সাজু ইসলাম (২৮), হুজরাপুর রেলবাজার গ্রামের মৃত বিশুলাল চৌধুরী\'র ছেলে নিতাই চৌধুরী (৪৫), বড় ইন্দিরা মোড় ইসলামপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ এর ছেলে নুর আলম ওরফে আলম (৩২) সদর উপজেলার হোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মাজহারুল ইসলাম\'র ছেলে রানা ওরফে ছোট রানা (৩০), তাদেরকে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে হত্যাকান্ড ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান হত্যাকান্ডে জড়িত আরও ০৫ জন আসামি কে আকট করা হয়। পরবর্তীতে গত (২৪ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১১.৩০ টার সময় আসামীদের দেখানো ও তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত ০৩ টি মোটর সাইকেল রাজশাহী জেলার গোদাগাড়ী রেলবাজার গ্রাম থেকে উদ্ধার করা হয়। 
তিনি বলেন, খায়রুল আলম জেম হত্যাকান্ডের ঘটনায় এ পযর্ন্ত ১৪জন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। হত্যা কান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানাগেছে। 				   
				   				 
			   
          
                   