জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২


জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের শনিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। বিশ^নাথ থানার দায়রা ৭৩৫-১৯, বিশ্বনাথ সিআর ৪৯৮-১৮ এর এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ পচাল্লিশ হাজার চারশত পচাঁত্তর হাজার অর্থদন্ডে দন্ডিত পরোয়ানাভূক্ত উপজেলার লহরী (দশঘর) গ্রামের দ্বিজেন্দ্র দেবনাথের ছেলে জিতেন দেবনাথ ও রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মো. উনু মিয়ার ছেলে ফাহমিদ আহমদ (১৮) কে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।