জাপানের কাছে তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার চীনা পত্রিকার সম্পাদক


জাপানের কাছে তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার চীনা পত্রিকার সম্পাদক
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রধান চীনা সংবাদপত্রের সাবেক এক সিনিয়র সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। বেইজিংয়ে অবস্থিত জাপানি দূতাবাসের কূটনীতিকের সঙ্গে বৈঠক করার পর গেল মার্চে তাকে অভিযুক্ত করা হয়।চীনা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, একাধিক জাপানি কূটনীতিকের কাছে তথ্য ফাঁস করেছেন ডং ইউয়ু নামের ওই সম্পাদক।ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবহিত এমন সূত্রের বরাত দিয়ে সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কিয়োদো নিউজ।জাপানি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াংমিং ডেইলির সম্পাদকীয় বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করতেন ৬১ বছর বয়সি ডং ইউয়ু। গত বছরের ফেব্রুয়ারিতে বেইজিংয়ে জাপানি দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে দেখা করার পর প্রথমে নিখোঁজ হন তিনি।খবরে বলা হয়েছে, পরবর্তীতে ডংকে গ্রেফতার দেখায় চীনা কর্তৃপক্ষ। তিনি একজন উদারপন্থী হিসেবে পরিচিত। তবে তার বিরুদ্ধে চীনা প্রশাসন যে অভিযোগ এনেছে তা তিনি অস্বীকার করেছেন।