জেনেভায় রুশ-ইউক্রেন বৈঠকের কথা অস্বীকার করলেন মারিয়া


জেনেভায় রুশ-ইউক্রেন বৈঠকের কথা অস্বীকার করলেন মারিয়া
জেনেভায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক হচ্ছে—সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও কাসিসের এমন দাবি প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রাশিয়ান মধ্যস্ততাকারী টিম স্পষ্ট বলেছে যে, তারা এ বিষয়ে (আলোচনা) কিছুই জানে না। খবর আনাদোলু এজেন্সির।টেলিগ্রামে এক বার্তায় এমন তথ্য জানান জাকারোভা। এর আগে রুশ প্রেসিডেন্টের পরামর্শক ভ্লাদিমির মেডিনস্কিকে দূতিয়ালি টিমের প্রধান করা হয়।মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় সুইজারল্যান্ডের কড়া সমালোচনা করেন মারিয়া। তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে অবৈধ, একতরফা নিষেধাজ্ঞা দিয়ে সুইজারল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান হারিয়েছে।ইউক্রেনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে মারিয়া বলেন, আমি কিয়েভের ৩০ সেপ্টেম্বরের ডিক্রির কথা স্মরণ করছি। ওই ডিক্রিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, পুতিন রুশ প্রেসিডেন্ট থাকাবস্থায় তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।