ট্রলারে ভেসে এলো ক্ষতবিক্ষত অজ্ঞাত লাশ
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                       
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    
নরসিংদীর রায়পুরায় ট্রলারে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ। বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মজিদপুর এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স প্রায় ৪৫ বছর। তার মাথা, মুখ ও গলায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান মির্জাচর নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সালেহ নাঈম।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই মেঘনা নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ ভাসছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে রায়পুরা থানায় পাঠাই। নিহত ব্যক্তিকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি। তার মাথা, মুখ ও গলায় একাধিক আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হয়। তার মাথা, মুখ ও গলায় আঘাতগুলো কীসের তা ময়নাতদন্তে জানা যাবে। 
চাঁনপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সামসু মিয়া জানান, ট্রলারে করে ভেসে আসা লাশটি উপুড় হয়ে পড়েছিল। এ সময় তার পরনে ছিল হলুদ রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি। লাশটি উদ্ধারের সময় ট্রলারে প্রচুর পানি ছিল। আর ঘণ্টা দুয়েক দেরি হলে তা ডুবে যেত। স্থানীয়রা ট্রলারে একটি বল্লম দেখতে পেয়েছে। তবে ট্রলারসহ লাশটি কোথা থেকে ভেসে আসে এ ব্যাপারে ধারণা দিতে পারেননি তিনি।				   
				   				 
			   
          
                   