তারাকান্দায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা


তারাকান্দায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা (১৬ মার্চ) বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্র (রনু ঠাকুর), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য প:প কর্মকর্তা ডা: ফরাজী মোহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, ইউপি চেয়ারম্যান শামসুল আলম, ইকরামুল হক তালুকদার প্রমূখ। আরও উপস্থিত ছিলেন খাদেমুল আলম শিশির, আজাহারুল ইসলাম সরকার,আলতাফ হোসেন খন্দকার, শাকের আহমেদ বাবুল, আব্দুর রহমান তালুকদার, নাইমুর রহমান উজ্জল,আজিজুল হক (বুলে) ও তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ । বক্তারা উপজেলায় আইন শৃঙ্খলা সন্তুষজনক পর্যায়ে রয়েছে বলে প্রত্যয় ব্যক্ত করেন।