তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২০


তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২০
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। নৌকাডুবির পর ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে শুক্রবার বিকেলে স্ফ্যাক্স শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর- এএফপি ও আল-জাজিরার।নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে ছেড়ে যায়। আরোহী ছিলেন ৩৭ জন।এএফপির হিসাব অনুযায়ী গত মার্চ থেকে এ ধরনের অন্তত ছয়টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০০ মানুষ নিখোঁজ হয়েছেন।