তিতাসে আইনি পরামর্শ দেয়ার জন্য অফিস উদ্বোধন করেন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারে ভাই ভাই ইটালিয়ান প্লাজার ২ য় তলায়
মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে
২৩ এপ্রিল রবিবার বিকাল ৪ টায় আইনজীবী পরামর্শ দেয়ার জন্য অফিস উদ্বোধন করেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া।এসময় অ্যাডভোকেট মোঃ আল হাদিস বলেন,আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের মামলা,মকদ্দমা, জায়গায়া,জমির যত,
জায়জামেলা থাকে যেই কোন পরামর্শর জন্য এখন থেকে আর কুমিল্লায় যেতে হবে না।আপনারা প্রতি শুক্রবার ও শনিবার আমার অফিসে চলে আসবেন।এসময় আরও উপস্থিত ছিলেন
মজিদপুর ইউনিয়ন আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, উপজেলা আ. লীগের সদস্য আবদুল হালিম ভূইয়া,কড়িকান্দি ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হাসেম(হাসু) সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন সওদাগর,মোঃ মনিরুজ্জামান ভূইয়া,দিদার মেম্বার,আঃ করিম,মনির হোসেন,জজ মিয়া,প্রমুখ।অনুষ্ঠান শেষে মিলাদ এরপর দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা কারী সলাইমান।