তিতাসে ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার তিতাসে আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের তৃতীয় ও
চতুর্থ পর্যায়ে নির্মিত ঘরসমূহের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।(২১ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তিতাস উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার
এটি এম মোর্শেদ।প্রেস ব্রিফিংয়ে সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু প্রমুখ।আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।