তিতাসে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার তিতাসে আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দেশব্যাপী বিএনপি- জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।২৬ শে ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে র্যালী বের হয়ে থানা গেইট প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে এসে র্যালীটি শেষ হয়।র্যালী শেষে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান,নাজমুল হাসান কিরণ, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল রানা,কলাকান্দি ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন বাবুল,সদস্য সজীব আহমেদ প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য তাইজুল ইসলাম তারা,শামীম আহমেদ,মো.আওলাদ হোসেন, শফিকুল ইসলাম,মোশাররফ হোসেন,শাহিন ভূইয়া,আবদুল্লাহ,
শামীম আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।