তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ৫০ হাজার


তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ৫০ হাজার
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে তুরস্কে মারা গেছে ৪৪ হাজার ২১৮ ও সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল শনিবারও তুরস্কে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর- আল-জাজিরার। মৃতের সংখ্যা আরও বাড়বে। ধসে পড়া অসংখ্য ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে। এর মধ্যেই তুরস্ক গৃহহীন ১৫ লাখ মানুষের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা। গত ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পে দেশটির ১ লাখ ৬০ হাজারের বেশি ভবনের ৫ লাখ ২০ হাজার অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫ লাখ ৩০ হাজার মানুষকে। ভূমিকম্পে তুরস্কে ২ কোটি এবং সিরিয়ার ৮৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বেচ্ছাসেবকসহ প্রায় ২ লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী তুরস্কের ১১টি ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে বেঁচে যাওয়া কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। ক্যান্ডিলি ভূমিকম্প নিরীক্ষণ কেন্দ্রটি জানিয়েছে, গতকাল শনিবারও তুরস্কে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। কম্পনটি মধ্য তুরস্কের নিগদ প্রদেশকে কাঁপিয়ে দিয়েছে। তবে এতে নতুন করে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে এএফএডি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এক বছরের মধ্যে সব ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের প্রাথমিক পরিকল্পনা, অন্তত দেড় হাজার কোটি ডলার খরচ করে ২ লাখ অ্যাপার্টমেন্ট ও ৭০ হাজার গ্রামীণ ঘর নির্মাণ। মার্কিন ব্যাংক জেপি মরগানের অনুমান, তুরস্কে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা পুনর্নির্মাণের খরচ দাঁড়াবে আড়াই হাজার কোটি ডলার। এদিকে ফ্রিল্যান্স সাংবাদিক মীর আলি কোসের বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার সংগ্রহ করে তাঁদের গল্প টুইটারে পোস্ট করায় তিনি সরকারের রোষানলে পড়েছেন। ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর তিন বছর পর্যন্ত জেল হতে পারে।