দানির চুক্তি বাতিল, ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল ক্লাব


দানির চুক্তি বাতিল, ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল ক্লাব
‘অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়।’ দানি আলভেসের অবস্থা এখন ওমনই। যৌন নিপীড়নের অভিযোগে সাক্ষ্য দিতে এসে বার্সেলোনার গ্রেফতার হয়েছেন তিনি। গত ২০ জানুয়ারি থেকে কারাগারে আছেন তিনি। তার স্ত্রী জোয়ানা সান্জ বিচ্ছেদের আবেদন করেছেন। এর মধ্যে তিনি পেলেন আরেক দুঃসংবাদ।দানি আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে তার মেক্সিকান ক্লাব পুমাস। শুধু চুক্তি বাতিল করেনি প্রায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে। ক্লাবটির দাবি, ব্রাজিলিয়ান তারকা আলভেস চুক্তির একাধিক শর্ত ভেঙেছেন।সংবাদ মাধ্যম ইউওএল স্পোর্টস দাবি করেছে, আলভেস বার্সেলোনায় ২০ জানুয়ারি গ্রেফতার হওয়ার পরই বোর্ড সভায় বসে পুমাস কর্তৃপক্ষ। ওই সভায় তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তার কাছে ৪.৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৫১৮ কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধ করার অনুরোধ করেছে।ইউওএল স্পোর্টস জানিয়েছে, এক মেইল বার্তায় দানি আলভেস ও তার এজেন্টকে বিষয়টি জানানো হয়েছে। ওই ইমেইল সংবাদ মাধ্যমটির হাতেও এসেছে। ওই বার্তায় একটি শর্তের উল্লেখ করেছে পুমাস। যাতে উল্লেখ করা আছে, দানি চুক্তিতে থাকাকালীন কোন কেলেঙ্কারি বা অপরাধ কাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না।পুমাস এক বিবৃতি দিয়ে বলেছে, চুক্তির ১৪ ও ১৫ ধারায় শর্তের কথা পরিষ্কার বলা আছে। ওই শর্ত অনুযায়ী, তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দায়েরের পরপরই তিনি শর্ত ভঙ্গ করেছেন। আলভেস এখন তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। পুমাস সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যদি আলভেস ক্ষতিপূরণ দিতে অপারগতা জানান তাহলে তারা ফিফার কাছে যাবেন।