দিল্লিতে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার, গ্রেপ্তার ৪


দিল্লিতে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার, গ্রেপ্তার ৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে। এ ঘটনায় ছাপাখানার মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পোস্টারের ঘটনায় মঙ্গলবার তল্লাশি চালিয়ে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে দুইজন ছাপাখানা মালিক বলে জানা গেছে। এই ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে কয়েক হাজার পোস্টার ছাপানো হয়েছিল। এর মধ্যে পুলিশ দুই হাজার পোস্টার একটি ভ্যান থেকে বাজেয়াপ্ত করেছে। ওই পোস্টারে লেখা ছিল, ‘মোদি হটাও, দেশ বাঁচাও’। পুলিশের দাবি, দিল্লিতে আম আদমি পার্টির দফতরে ওই পোস্টারগুলো সরবরাহ করা হচ্ছিল। ভ্যানের চালককে জেরা করে পুলিশ এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।