নওগাঁয় ১৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ঈদ সামগ্রী।


নওগাঁয় ১৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ঈদ সামগ্রী।
নওগাঁয় ১৩০ জন বিশেষ চাহিদা সম্পুর্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, মুড়ি, পাঁপড়, স্যালাইন ও প্যাকেট দুধ।বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পত্নীতলা উপজেলার আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পৃষ্ঠপোষক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আক্তার হোসেন।এ সময় প্রধান অতিথি বলেন- ঈদের খুশি সবার মাঝে ভাগ করে নেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। ঈদের আনন্দ থেকে যাতে এসব প্রতিবন্ধীরা বঞ্চিত না হন সেজন্যই এগিয়ে আসতে হবে একে অপরের পাশে। প্রতিবন্ধীদের উন্নয়নে সব-সময় আমরা পাশে থাকবো। এ ছাড়াও সমাজের সকল হৃদয়বান ব্যক্তি ও আসার আহ্বান জানান তিনি।এসময় আমবাটী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখিঁ আকতার, প্রতিষ্ঠাতা পরিচালক রিজওয়ানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া আক্তার সহ প্রতিষ্ঠানটির শিক্ষক এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।