নওগাঁর নিয়ামতপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
অনলাইন নিউজ ডেক্স
নওগাঁর নিয়ামতপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার বটতলী হাটে এ শীত বস্ত্র বিতরণের আয়োজন করে শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ।অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।শ্রীমন্তপুর আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জনাব জাহিদ হাসান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার মনা, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রমুখ।এসময় অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩৫ জন করে মোট ৩১৫ জনকে শীতবস্ত্র প্রদান করা হয়।