নবীনগরে নৌকা ডুবে নিহত ২


নবীনগরে নৌকা ডুবে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকা ডুবে দুই জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার সীতারামপুর এলাকার তিতাস নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বড়াইল ২নং ওয়ার্ডের প্রহল্লাদ চৌধুরীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী ও রায়পুরা উপজেলার মির্জারচরের হাফেজ ফারুক মিয়ার ছেলে হাফেজ মো. মাহমুদ উল্লাহ। রাত্রির মা সন্ধ্যা রানী বলেন, স্কুল থেকে ছুটি নিয়ে দাদা’র বাড়ি বাঁশগাড়ি যাচ্ছিল রাত্রি। নৌকায় ৪০ থেকে ৫০ জনের মত যাত্রী ছিল।নবীনগর ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। এসে জানতে পারলাম ১০০ বস্তা সিমেন্ট ও ৫০ জন যাত্রী নিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। দুজন যাত্রী নিহত হন তবে কোন নিখোঁজ এর খবর পাওয়া যায়নি।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, দুপুরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচরে যাচ্ছিল। পথে সীতারপমপুরে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই নৌকার দুই যাত্রী মারা যান।তিনি আরও জানান, নৌকা ডুবির পর মাঝি ও তার সহযোগী পালিয়ে যায়। বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন।