নাটোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে র্যাবের উপহার খাদ্য সামগ্রী বিতরণ
অনলাইন নিউজ ডেক্স
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ পরিবারের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।মঙ্গলবার(২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রীর বিতরণ করেনন।এ সময় উপস্থিত ছিলেন- র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, এএসপি তৌফিক হাসান, নাটোরের নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।এসময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁঁয়াজ , ২৫০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৫০ গ্রাম হলুদ গুড়া এবং ৫০ গ্রাম মরিচের গুড়া উপহার হিসেবে প্রদান করা হয়।উল্লেখ্য, গত রোববার(২৩এপ্রিল) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামের জনৈক খলিলের বাড়ির রান্নার চুলার ঘরের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। এসময় বাড়িতে থাকা টাকা-পয়সাসহ সব মালামাল ভস্মীভুত হয়।