নাটোরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
অনলাইন নিউজ ডেক্স

নাটোরে এক আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারী রুবেল হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
রোববার(৫ মার্চ) দুপুরে ১২ শহরের কানইখালী পূরাতন বাসষ্ট্যান্ড এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রয়ারী গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধুনা গ্রামের কার্তিক পাহাড়িয়ার স্ত্রী স্বরসতী পাহাড়িয়া তার শিশু কন্যা বৃষ্টি পাহাড়িয়াকে চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যান। পরে বৃষ্টিকে ভর্তি করে অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেন পেছন থেকে স্বরসতী পাহাড়িয়াকে জড়িয়ে ধরে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি এবং তাকে ধর্ষনের চেষ্টা করে। এ অবস্থায় স্বরসতী পাহাড়িয়া চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রুবেল হোসেন তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এঘটনায় স্বরসতী পাহাড়িয়া বাদী হয়ে ১৩ ফেব্রয়ারী রুবেল হোসেনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে থানা থেকে একটি মামলা দায়ের করা হয়।পলাতক রুবেল হোসেনকে দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তব্যে রাখেন- সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা, সাধারণ সম্পাদক কালিদাস রায়, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস,গুরুদাসপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদিক মাধাই মুন্ডাসহ অনেকে।
