নাটোরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


নাটোরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নাটোরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার(২২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে ‘ইসলাম প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এমপি। রত্না আহমেদ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ইসলাম ধর্মের চর্চা এবং প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ অসংখ্য গবেষণাধর্মী বই প্রকাশ করেছে। মসজিদগুলোতে পাঠাগার স্থাপন করে মুসল্লীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা হয়েছে। মসজিদভিত্তিক গণশিক্ষা ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার প্রসারেও কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন,ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবুল কাশেম।