নিখোঁজের ৫ দিন পর হাত পা বাধা অবস্হায় ভূট্রাক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার।
অনলাইন নিউজ ডেক্স
ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে রানীশংকৈল যাওয়ার পথে অটোরিকশাসহ নিখোঁজের পাচঁদিন পর সাইফুল ইসলামের (১৪) অর্ধগলিত লাশ রানীশংকৈলের রামরায় দিঘির পূর্ব পাশে একটি ভুট্টা ক্ষেতে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) দুপুরে রানীশংকৈল উপজেলার রামরায় দিঘির পাশে ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই অটোরিকশা চালক কিশোরের অর্ধ-গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ওই কিশোর নিখোঁজ হয়। সাইফুলের সন্ধান না পেয়ে তার দাদা মুনসেফ আলী (৫৮) হরিপুর থানায় একটি জিডি করেন।
পরিবারের অভিযোগ, জিডি করার পরেও পুলিশ নিখোঁজের বিষয়টি গুরুত্ব দেয়নি বলে সাইফুলকে আজ লাশ হতে হয়েছে।
নিহত ওই কিশোর হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের দামোল পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভুট্টা ক্ষেতের ভিতর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেল ৫ টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
নিহতের দাদা মুনসেফ আলী বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোরিকশা নিয়ে রাণীশংকৈল যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলকে না পেয়ে হরিপুর থানায় জিডি করি। আজ শুনতে পাই তার লাশ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ যদি অভিযোগটা গুরুত্ব দিত, তাহলে সাইফুলকে আজ লাশ হতে হতো না।পুলিশের গাফিলতির জন্যই আমার নাতি লাশ হলো।
এ প্রতিবেদক কে বলেন, নিহতের দাদা গত ১ মার্চ বিকেলে থানায় জিডি করেন। তার জিডির প্রেক্ষিতে তাৎক্ষণিক আমার নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তার খোঁজ নিতে থাকি। এছাড়াও নিখোঁজের বিষয়টি তার পরিবারের লোকজন (সামাজিক যোগাযোগ মাধ্যম) ফেসবুকে দেন। সেখানে থেকে কিছু প্রতারক চক্র তাদের কল করে বলে, আপনাদের ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তাই দ্রুত আপনারা টাকা পাঠান। এই বিষয়টি আমাকে জানালে আমি ওই মোবাইল নম্বর গুলোg ট্রেস করি ও জানতে পারি যে আসলেই তা সত্য নয়। তারা একটা প্রতারক চক্র। টাকা নেওয়ার জন্য তারা কল করে এভাবে ফন্দি করেছিলেন।
ওসি আরও বলেন, পরিবারের অভিযোগ সঠিক নয়। আমরা সাইফুলকে উদ্ধারের জন্য যথাসম্ভব চেষ্টা করেছি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।