নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত-৪০


নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত-৪০
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৪০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার কামারখালি ইউনিয়নের ঘোপঘাট আইডিয়াল ল্যাব অ্যান্ড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা মো. রাজিব হোসেন জানায়, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।এ ব্যাপারে কানাইপুর হাইওয়ে পুলিশের ওসি কঙ্কন কুমার বলেন, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের চালক ও তার সহকারীসহ প্রায় ৪০ যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা আশংকামুক্ত।