পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের
অনলাইন নিউজ ডেক্স
![পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের](https://donetbd.com/wp-content/uploads/2024/12/Israeli-soldiers-kiliied-677329efbce07.jpg)
উত্তর গাজার জাবালিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫ সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল-কাসসাম ব্রিগেডস।সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা ৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে।আল-কাসসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরাইলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। যার ফলে ওই জীপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে।ইসরাইলি প্রতিক্রিয়াএদিকে টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটজ (২৩)। তিনি কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন।ওই ঘটনায় আরও তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষটি উত্তর গাজার বেইত হানুন এলাকায় ঘটেছে।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের পর ইসরাইলি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে। ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন আরও বাড়িয়ে দেয়।ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যাকা এখন ধ্বংসস্তুপে পরিণত।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অব্যাহত ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: মেহের নিউজ এজেন্সি
![](https://donetbd.com/wp-content/uploads/2023/02/logo.jpg)