পুরান ঢাকার বংশালের দীপশিখা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনলাইন নিউজ ডেক্স
ঢাকার বংশালের বাংলাদেশ মাঠ (সাবেক পাকিস্তান মাঠ) প্রাঙ্গনে দীপশিখা স্কুল নামে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ড - এর কাউন্সিলর হাজী মোঃ আউয়াল হোসেন। আর সভাপতি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক - বিপ্লব কুমার রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন পরাশোনার পাশাপাশি খেলাধুলা-ও স্বাস্থ্যের জন্য প্রয়োজন। এভাবে যেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্র-ছাত্রীদের পরা-লেখার পাশাপাশি খেলাধুলার জন্য উৎসাহিত করে তোলে।