বইমেলায় বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: পুলিশ
অনলাইন নিউজ ডেক্স
বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার সকালে বইমেলা প্রাঙ্গণে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। মেলার প্রবেশপথেও তল্লাশি কঠোর হয়েছে। চিঠি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে পুলিশ।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, চিঠি দিয়ে জঙ্গি হামলার কোনো নজির বাংলাদেশে নেই। জঙ্গি গোষ্ঠী দৃষ্টি আকর্ষণের জন্যই এমন উড়োচিঠি দিয়েছে। তবুও এ বিষয়ে আমরা কাজ করছি।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ শুক্রবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, চিঠির বিষয়টি মাথায় রেখে ছুটির দিনে বইমেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ধরনের চিঠি আগেও আমরা পেয়েছি। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি র্যাব ও সিটিটিসি তদন্ত করছে।
বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে ডাকযোগে বৃহস্পতিবার বাংলা একাডেমির অফিসে চিঠি পাঠায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।