বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি


বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি
অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মো. নুরুল হুদাকে চিঠি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ডাকযোগে বাংলা একাডেমির অফিসে এ চিঠি পাঠানো হয়। পরে বাংলা একাডেমির নিরাপত্তা অফিসার মো. জাহাঙ্গীর আলম থানায় জিডি করেন। জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, আনুমানিক সকাল সাড়ে ১১ টায় আনসার আল ইসলামের মাওলানা মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে অমর একুশে বইমেলার বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভূক্ত করে রাখা প্রয়োজন। বিষয়টি জানতে চাইলে শাহবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, \'নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বই মেলায় বোমা হামলা চালাবে। এই ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি অফিসের বাহিরে ছিলাম। শুনেছি এমন একটা চিঠি এসেছে। আমরা শাহবাগ থানায় জিডি করেছি। অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে ডাকযোগে এ চিঠি পাঠানো হয়। আমরা চিঠি থানাকে ফরোয়ার্ড করে দিয়েছি। বিষয়টি তারা দেখবে।