বঙ্গবন্ধুর সমাধিতে রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা
অনলাইন নিউজ ডেক্স
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শনিবার (০৪ মার্চ) শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।শনিবার সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা\'র সার্বিক পরিচালনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ।পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল সহ ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,সংসদ সদস্যবৃন্দ,জেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ,জেলাধীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ এবং উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানবৃন্দ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।