বঙ্গবাজারে আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক হিসাব চালু


বঙ্গবাজারে আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক হিসাব চালু
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য আইএফআইসি ব্যাংককে একটি অ্যাকাউন্ট (হিসাব) খোলা হয়েছে। অ্যাকাউন্টের নাম ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ড কে এস তহবিল’। অ্যাকাউন্ট নম্বর ০২০০০৯৪০৬৬০৩১ (সেভিং অ্যাকাউন্ট)। দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে এ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম যৌথভাবে এ ব্যাংক অ্যাকাউন্ট খোলেন।শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।তিনি বলেন, অনেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। যারা সাহায্য করতে চান তারা এ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।গত মঙ্গলবার ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বঙ্গবাজার, গুলিস্তান ও মহানগর মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পাশের এনেক্সো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট ও বরিশাল প্লাজার আংশিক পুড়ে যায়। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও ধ্বংসস্তূপে বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকে। সাড়ে ৭৫ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণ সমাপ্তি ঘোষণা করা হয়।