বছর শেষে এলির কনসার্ট
অনলাইন নিউজ ডেক্স
পুরো নাম এলেনা জেন গোল্ডিং। তবে এলি গোল্ডি নামেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা তার। এ বছর কনসার্ট নিয়েই ব্যস্ত সময় পার হয়েছে এ শিল্পীর। নতুন গানের মধ্যে সংগীতশিল্পী ক্যালভিন হ্যারিসের সঙ্গে একটি যৌথ গান প্রকাশ পেয়েছে তার। তবে কনসার্টের ব্যস্ততা বছর শেষেও রয়েছে এলির। এমনটাই জানিয়েছে এলির নিজস্ব ওয়েবসাইট এলি গোল্ডিং ডটকম।এদিকে সম্প্রতি হলিউডের সংগীতভিত্তিক গণমাধ্যম সংকিকের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এলির ব্যস্ততা। যেখানে উল্লেখ করা হয়, নভেম্বরে ব্রিটিশ এ গায়িকা অস্ট্রিয়ায় দুটি কনসার্ট করবেন।যার মধ্যে দুটি ওপেন এয়ার কনসার্ট। যার টিকিট বিক্রি এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে।এ ছাড়া নভেম্বর থেকে ডিসেম্বর, এলির আরও কিছু দেশে কনসার্ট রয়েছে। এ কনসার্টগুলো এলি আমেরিকা, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস ও লাতিন অঞ্চলের বেশ কিছু দেশে ঘুরে করবেন বলে জানা গেছে।এলির সবশেষ প্রকাশ পাওয়া অ্যালবামের নাম ‘হাইয়ার দ্যান হ্যাভেন’।২০২৩ সালের এপ্রিলে অ্যালবামটি স্পটিফাই ও ডিজারে মুক্তি দেওয়া হয়। অ্যালবামে ১৬টি গান ছিল।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।