বাইডেনের বুক থেকে সরানো ক্ষতটি ছিল ক্যান্সার


বাইডেনের বুক থেকে সরানো ক্ষতটি ছিল ক্যান্সার
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বুক থেকে যে ক্ষতটি সরানো হয়েছিল তা ত্বকের ক্যান্সারের একটি সাধারণ রূপ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন সি ও\'কনর শুক্রবার জানিয়েছেন, গত মাসে প্রেসিডেন্টের শরীর থেকে সমস্ত ক্যান্সারযুক্ত টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। তার আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই। খবর সিএনএন ও এপির।গত ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে রুটিন চেকআপের সময় বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত টিস্যু অপসারণ করা হয় বলে জানা গেছে।মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন সি ও\'কনর আরও জানান, বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত টিস্যু অপসারণের পর হোয়াইট হাউসের দায়িত্ব পরিচালনা করার জন্য যতটা সক্ষমতা প্রয়োজন, মার্কিন প্রেসিডেন্ট ঠিক ততটাই ফিট এবং প্রাণবন্ত আছেন।