ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আতঙ্ক


ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আতঙ্ক
ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত দুই মাসে দেশটির অনেক মানুষ এতে সংক্রমিত হয়েছে। এটির লক্ষ্যণ দীর্ঘস্থায়ী অসুস্থতা ও কাশি। দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারির সংঙ্গে লড়াইয়ের পর ফ্লুর সংক্রমণ বৃদ্ধি জনমনে আতঙ্ক তৈরি করেছে।ভারতজুড়ে বিপুল সংখ্যক মানুষ জ্বর ও ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এটি ইনফ্লুয়েঞ্জা এ সাবটাইপ এইচথ্রিএনটু ভাইরাসের কারণে হয়েছে। এটিতে ইনফ্লুয়েঞ্জার অন্যান্য উপ-ধরণের তুলনায় বেশি হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি গত দুই-তিন মাস ধরে ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে। লক্ষ্যণগুলোর মধ্যে সাধারণত দীর্ঘস্থায়ী কাশি ও জ্বর অন্তর্ভুক্ত। সম্প্রতি অনেক রোগী দীর্ঘমেয়াদে এসব লক্ষ্যণে ভুগার অভিযোগ করেছেন।উত্তর প্রদেশের সিদ্ধ হাসপাতালের ডা. অনুরাগ মেহরোত্রা বলেন, এ সংক্রমণ থেকে সুস্থ হতে সময় লাগছে। লক্ষণগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অন্য উপ-ধরনের চেয়ে বেশি শক্তিশালী। ভাইরাসটি থেকে সেরে উঠার পরেও লক্ষণগুলি দীর্ঘ সময় ধরে থাকে।