ভারতে ফিরছেন না কামিন্স, অজিদের নেতৃত্ব দেবেন স্মিথ


ভারতে ফিরছেন না কামিন্স, অজিদের নেতৃত্ব দেবেন স্মিথ
ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে সমস্যার শেষ নেই অজিদের। প্রথম দুই টেস্টেই তিনদিনে হেরেছে তারা। দুই ম্যাচ হেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় চলে যান কামিন্স। তখন অস্ট্রেলিয়া ক্রিকেট জানিয়েছিল, পারিবারিক কারণে দেশে ফিরেছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। তবে তৃতীয় টেস্টের আগেই ফিরে আসবেন।শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই সপ্তাহে ভারতে যাবেন না কামিন্স। যার কারণে তৃতীয় টেস্ট খেলা হচ্ছে না তার। তাই অধিনায়ককে ছাড়াই তৃতীয় টেস্টে খেলতে হবে অস্ট্রেলিয়াকে।সেই টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ।ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে কামিন্সকে উদ্ধৃত করে বলা হয়, মায়ের অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় থেকে যাচ্ছেন তিনি, \'আমার মা অসুস্থ, এখন প্যালিয়েটিভ কেয়ারে আছেন। এ সময়ে আমি ভারতে ফেরার বদলে অস্ট্রেলিয়াতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে এখন পরিবারের পাশে থাকতে হবে।\'টেস্টে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্মিথ। দক্ষিণ আফ্রিকায় বল বিকৃত করার অপরাধে তাঁর নেতৃত্ব কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। পরে তাকে সহ-অধিনায়ক করা হয়। সেই কারণে কামিন্সের অবর্তমানে নেতৃত্ব দেবেন স্মিথ। এর আগেও দু\'বার কামিন্স না থাকায় নেতৃত্ব দিয়েছেন তিনি। কামিন্স না থাকা মানে শুধু একজন অধিনায়ক নয়, পেসারও হারাল অস্ট্রেলিয়া। দিল্লি টেস্টে একমাত্র পেসার হিসাবে খেলেছিলেন তিনি। ইন্ডোরে কামিন্স না থাকলেও চোট সারিয়ে দলে ফিরেছেন মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিন।এদিকে ইনজুরির কারণে ডেভিড ওয়ার্নার ও জশ হ্যাজেলউড সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়াও অ্যাস্টন অ্যাগারও অস্ট্রেলিয়াতে চলে গেছেন। ফলে দলের অধিনায়ক বাকি সময়টাতে না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য কতটা ক্ষতি হবে তা বোঝাই যাচ্ছে।