মধুখালীতে মহিলা পরিষদের মাবনববন্ধন
অনলাইন নিউজ ডেক্স
হবিগঞ্জ জেলার চুরুঘাট উপজেলার গাজীপুর
ইউনিয়নের বড়ঝুমপুর গ্রামের প্রবাসীর স্ত্রীকে মিথ্যা
অবিযোগে গ্রাম্য সালিশে বেত্রাগাত ও পাথর নিক্ষেপে
নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ
মহিলা পরিষদ মধুখালী জেলা সাংগঠনিক শাখার আায়োজনে
মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
১১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মধুখালী-বালিয়াকান্দী
সড়কের মধুখালী পাটবাজার এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধনে
সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী জেলা
সাংগঠনিক শাখার সভাপতি সুরাইয়া সালাম। নির্যানকারী
সালিশদারদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করে বক্তব্য রাখেন
উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার
মিনা,মধুখালী পৌর সভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা সুলতানা,
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী জেলা সাংগঠনিক শাখার
সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সামছুন্নাহার নিহার,সংগঠনের
মিলি ইসলাম,খন্দকার রুবিনা ও জেসমিন ইসলামসহ প্রমুখ।